কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ: দরিদ্র শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে এই সংস্থা, জেনে নিন আবেদন পদ্ধতি
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ: দরিদ্র শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে এই সংস্থা, জেনে নিন আবেদন পদ্ধতি
কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (Coal India Limited Scholarship)-এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র :-
এই স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত নথিপত্রের প্রয়োজন পড়বে, সেগুলি নিচে দেওয়া হল-
আবেদনপত্র
জন্ম প্রমাণপত্র
আধার কার্ড বা ভোটার কার্ড অথবা প্যান কার্ড
ঠিকানার প্রমাণপত্র
দ্বাদশ শ্রেণীর মার্কশিট
প্রবেশিকা পরীক্ষার (আইআইটি) স্কোরকার্ড
জাতিগত সনদপত্র (থাকলে)
শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
বয়সের প্রমাণপত্র
আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
এই লিংকটিতে কোল ইন্ডিয়া লিমিটেড স্কলারশিপ (2025 Coal India Limited Scholarship)-এর প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন –
আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক:- https://archive.coalindia.in/DesktopModules/DocumentList/documents/New_BPL_Scholarship_Annexure_I.pdf
আবেদনপত্র সংগ্রহ করার পর সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সকল নথির ফটোকপি আবেদনপত্রটির (Application form) সাথে অ্যাটাচ করে দিতে হবে।
আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র পোস্ট অফিস মারফত স্পিড পোস্টে আপনারা পাঠিয়ে দিতে পারবেন।
আবেদনপত্র জমা করার ঠিকানা হল-
Chief General Manager (Welfare),
Coal India Limited, Coal Bhawan,
10, Netaji Subhas Road, Kolkata – 700001
Phone No. 033-22488099
Fax No. (033) 2231 3875, (033) 2213 5778
Comments