পারল না সৌরভের দিল্লি, মহিলাদের আইপিএল জিতে নজির গড়ল হরমনপ্রীতের মুম্বই
পারল না সৌরভের দিল্লি, মহিলাদের আইপিএল জিতে নজির গড়ল হরমনপ্রীতের মুম্বই পারল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। মহিলাদের আইপিএল খেতাব জিতে নিল ঝুলন গোস্বামীর মুম্বই ইন্ডিয়ান্স। নামেই মুম্বই বনাম দিল্লির ম্যাচ। কিন্তু মহিলাদের আইপিএলের ম্যাচটি হয়ে গিয়েছিল দিল্লির সৌরভ বনাম মুম্বইয়ের ঝুলনের। সৌরভ যদি হন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট, তাহলে ঝুলন আবার মুম্বইয়ের বোলিং কোচ এবং মেন্টর। শেষ হাসি হাসলেন ঝুলনই। মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে। জবাবে দিল্লি থেমে যায় ৯ উইকেটে ১৪১ রানে। ৮ রানে ম্যাচ জিতে মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই। হরমনপ্রীত না থাকলে মুম্বই হয়তো ম্যাচটা জিতই না। মুম্বই অধিনায়ক ৪৪ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৯টি চার ও ২টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল হরমনপ্রীতের ইনিংস। মুম্বইয়ের ব্যাটারদের মধ্যে হরমনপ্রীত ছাড়া আর কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মুম্বইয়ের ইনিংসে সর্বোচ্চ রান করেন হরমনপ্রীত। তিনি ছাড়া কেবল তিন ব্যাটার দু'অঙ্কের রান করেন। দিল্লির বোলারদের মধ্যে কাপ, জোনাসেন ও শ্রীচরণী ২টি করে উইকেট নেন। সাদারল্য...
Comments