সরকারের সাথে হল ৪৯,০০০ কোটির চুক্তি! | Morning Bazar News Sports
সরকারের সাথে হল ৪৯,০০০ কোটির চুক্তি! Tata-র এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা
বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম প্রাচীন ব্যবসায়িক গোষ্ঠী টাটা গ্রুপ (Tata Group) প্রজন্মের পর প্রজন্ম ধরে সমৃদ্ধ করেছে ভারতীয় অর্থনীতিকে (Indian Economy)। এবার টাটা গ্রুপের একটি সংস্থা ৪৯ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করল সরকারের সাথে। এই চুক্তির পরই রকেটের গতিতে দাম বেড়েছে সংস্থার শেয়ারের।
জানা গিয়েছে, টাটা গোষ্ঠীর (Tata Group) অন্তর্গত টাটা পাওয়ারের পক্ষ থেকে এই চুক্তি করা হয়েছে। এই চুক্তির পরই লক্ষনীয়ভাবে শেয়ার মার্কেটে বেড়েছে টাটা পাওয়ারের দাম। সোমবার ভারতীয় শেয়ার বাজারে ৩ শতাংশ উত্থান হয়েছে টাটা পাওয়ারের। সোমবার মার্কেট খোলার সময়ে টাটা পাওয়ারের শেয়ার প্রতি ভ্যালু ছিল ৩৫৬.৫০ টাকা, তবে তারপরই টাটা পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম পৌঁছয় ৩৬১ টাকা ৮০ পয়সায়।
শেয়ার বাজারে (Share Market) টাটা পাওয়ারের এই উত্থানের পর সংস্থার বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১.১৫ লক্ষ কোটি টাকায়। টাটা পাওয়ারের (Tata Power) পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সাথে তাদের সহযোগী সংস্থা টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড (TPREL) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি।
তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, এই চুক্তিটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাথে হয় নি। এবার নিশ্চয়ই ভাবছেন কোন সরকারের সাথে চুক্তি হল? টাটা পাওয়ার চুক্তি সেরেছে অন্ধ্রপ্রদেশ সরকারের সাথেই। মূলত অন্ধ্রপ্রদেশের পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে আগামী দিনে অত্যন্ত কার্যকর হয়ে উঠতে চলেছে এই চুক্তি।
ভারতীয় শেয়ার বাজারে মূলত একটি মাল্টিব্যাগার স্টক টাটা পাওয়ার। গত ৫ বছরে এই স্টক বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ৭৫১% হারে। মাত্র ৫ বছরেই টাটা পাওয়ারে লগ্নিকারীদের বিনিয়োগকৃত মূলধন বৃদ্ধি পেয়েছে প্রায় ৮% হারে। অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে নয়া চুক্তির পর ভারতীয় শেয়ার মার্কেটে ফের রকেটের গতিতে এগোচ্ছে টাটা পাওয়ার।
বিঃদ্রঃ তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে, শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই কোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন।
Comments