IPL 2025, SRH vs DC- ‘আমার ভয়েই আর প্রথম বল খেলে না’, অজি সতীর্থ হেডকে ফের আউট করে খোঁচা স্টার্কের
IPL 2025, SRH vs DC- ‘আমার ভয়েই আর প্রথম বল খেলে না’, অজি সতীর্থ হেডকে ফের আউট করে খোঁচা স্টার্কের
সানরাইজার্সের টপ অর্ডারে প্রবল ধাক্কা দেন স্টার্ক, আর তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় কামিন্সের সব স্ট্র্যাটেজি। ইশান কিষান, ট্র্যাভিস হেড, নীতীশ কুমার রেড্ডিকে সাজঘরে ফেরান স্টার্ক। এরপর শেষ স্পেলে তাঁকে ফিরিয়েছিলেন অক্ষর প্য়াটেল, সেখানেও তিনি হতাশ করলেন না। নিলেন মুল্ডার এবং হার্ষাল প্যাটেলের উইকেট। গতবার আইপিএলে মিচেল স্টার্ককে শুরুর দিকে তেমন ছন্দে দেখা যায়নি। এরপর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, প্রায় ২৫ কোটি টাকায় এমন প্লেয়ার নিয়ে কি লাভ, যে একা ম্যাচ জেতাতে পারছে না। সব সমালোচনার জবাব ঠিক সময়ই দিয়েছিলেন অজি পেসার। একার হাতেই কার্যত নকআউটে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ত্রাস সৃ্ষ্টি করেছিলেন।
আইপিএলে অবশ্য স্টার্ক রয়েছেন ছন্দে শুরু থেকেই। দিল্লির বিরুদ্ধে নিয়েছিলেন ৩ উইকেট, তবে দিয়েছিলেন একটু বেশি রান। তবে সানরাইজার্সের বিরুদ্ধে দুর্ধর্ষ ফর্মে দেখাল অজিদের এই বাঁহাতি পেসারকে। ৩.৪ ওভারেই নিলেন পাঁচটি উইকেট, দিলেন ৩৫ রান। এটাই তাঁ আইপিএলে প্রথম ফাইভ উইকেট হল। ছবি- এএফপি সানরাইজার্সের টপ অর্ডারে প্রবল ধাক্কা দেন স্টার্ক, আর তাতেই লণ্ডভণ্ড হয়ে যায় কামিন্সের সব স্ট্র্যাটেজি। ইশান কিষান, ট্র্যাভিস হেড, নীতীশ কুমার রেড্ডিকে সাজঘরে ফেরান স্টার্ক। এরপর শেষ স্পেলে তাঁকে ফিরিয়েছিলেন অক্ষর প্য়াটেল, সেখানেও তিনি হতাশ করলেন না। নিলেন মুল্ডার এবং হার্ষাল প্যাটেলের উইকেট। ১৮.৪ ওভারে মাত্র ১৬৩ রানেই স্টার্কের দাপটে অলআউট হয়ে যায় সানরাইজার্স। হেডকে এই নিয়ে ষষ্ঠবার আউট করলেন স্টার্ক, যা নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠতেই তিনি হাসতে হাসতে বলে দিলেন, ‘ওই কারণেই আর ইনিংসের প্রথমে বলে আমার বিরুদ্ধে খেলতে চায় না হেড ’। (গতবার আইপিএলে হেডের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন স্টার্ক) ছবি- রয়টার্স
Comments