West Bengal Budget 2025 | DA Hike West Bengal Budget 2025 | KVS Recruitment 2025
KVS Recruitment 2025
West Bengal Budget 2025
লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ নেই বাজেট বইয়ে, ঘোষণা হতে পারে পরে
এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মহিলাকে মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতি-উপজাতি ভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের মাসে ১,২০০ টাকা করে দেওয়া হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ অবশ্য বাজেট পুস্তিকায় রয়েছে। সেখানে লেখা হয়েছে, “নারী ক্ষমতায়ণ বৃদ্ধির উদ্দেশে রাজ্য সরকার একগুচ্ছ জননীতিভিত্তিক প্রকল্প রূপায়িত করছে যার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প ইত্যাদি। এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীর ভাবে ছুঁয়ে আছে।” বাজেট বইয়ে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২.২১ কোটি মহিলা উপকৃত হয়েছেন। লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু অর্থ বৃদ্ধি করা হবে কি না, সে বিষয়ে বিকেলের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। তিনি জানান, সেটি পরবর্তী সময়ে দেখা হবে।
পাশাপাশি কন্যাশ্রী, সবুজসাথী, ঐক্যশ্রীর মতো অন্য প্রকল্পগুলিতে কত জন উপকৃত হয়েছেন সে কথাও উল্লেখ করা হয়েছে বাজেট পুস্তিকায়। ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটে মহিলা ও শিশুবিকাশ এবং সমাজকল্যাণ বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৮,৭৬২.০৩ কোটি টাকা।
আগামী বছরে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তার আগে এটিই মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর নির্বাচন থাকায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করা হবে। সে ক্ষেত্রে এ বারের রাজ্য বাজেটে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, সে দিকে নজর ছিল সকলের। রাজ্যের এ বারের বাজেট উল্লেখ করা হয়েছে, কন্যাশ্রী প্রকল্পের ফলে মাধ্যমিক স্তরে স্কুলছুট এবং বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় এক কোটি ছাত্রী সাহায্য পেয়েছে। সবুজসাথী প্রকল্পেও ৪,৬০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ কোটি ২৬ লক্ষ ছাত্রছাত্রী সুবিধা পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে রাজ্যের বাজেট বইয়ে।
DA Hike West Bengal Budget 2025: সুখবর! ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার
কলকাতা: রাজ্য বাজেটের শুরুতেই সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ। ২০২৫-এর এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়ার ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন একধাক্কায় ১০-৩০ শতাংশ হারে বাড়তে চলেছে। এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ বৃদ্ধির দাবি আরও জোরদার হয়েছিস।
আরও পড়ুন: আপনার কি ‘আয় আঠাশ টাকা’ দশা? কিছুতেই টাকা থাকে না হাতে? বাস্তুদোষ জীবন ছারখার করে, জানুন
KVS Recruitment 2025
রাজ্যে কেন্দ্র সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে
নার্স পদে আবেদনের জন্য প্রার্থীদের নার্সিংয়ে ডিপ্লোমা বা নার্সিংয়ে বিএসসি থাকতে হবে।
কেন্দ্রীয় বিদ্যালয়ের ফোর্ট উইলিয়াম শাখায় শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, ২০২৫-’২৬ বর্ষের জন্য এই নিয়োগ। কর্মীরা সমস্ত পদে চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের জন্য কাজের সুযোগ পাবেন। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি) প্রাথমিক শিক্ষক (পিআরটি), যোগাসনের শিক্ষক, কম্পিউটার প্রশিক্ষক, খেলাধুলোর কোচ, নাচের শিক্ষক, স্পেশাল এডুকেটর, কাউন্সেলর এবং নার্স নিয়োগ করা হবে। পড়াতে হবে হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, সমাজবিদ্যা-সহ নানা বিষয়। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
সমস্ত পদেই আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। নিযুক্তদের বেতনক্রমের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
নার্স পদে আবেদনের জন্য প্রার্থীদের নার্সিংয়ে ডিপ্লোমা বা নার্সিংয়ে বিএসসি থাকতে হবে। পাশাপাশি তাঁদের রেজিস্ট্রেশন থাকা এবং দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও জরুরি। একই ভাবে অন্য পদগুলিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগামী ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে সকাল ৮টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
মন্তব্যসমূহ