পোস্টগুলি

ডিসেম্বর ২২, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
Jisshu Sengupta-Nilanjana Sengupta ‘খাদান’-এর সাফল্যে মাতোয়ারা যিশু, 'প্রতারক' বলে খোঁচা নীলাঞ্জনার! বক্স অফিসে ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। এর মাঝেই ফের যিশুকে বিঁধলেন নীলাঞ্জনা! এক ছাদের তলায় আর থাকছেন না যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা। পথও বেঁকে গিয়েছে দু'জনের। সমাজমাধ্যম থেকে যিশুর সমস্ত ছবি ও নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছিলেন নীলাঞ্জনা। তার পরই স্পষ্ট হয় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। গত কয়েক মাসে সমাজমাধ্যমে নানা ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। কটাক্ষের তির প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যে যিশুর দিকেই, সে কথা বুঝতে অসুবিধা হয় না। যদিও কোথাও যিশুর নাম করেন না তিনি। এই মুহূর্তে ‘খাদান’-এর সাফল্য নিয়ে ব্যস্ত যিশু। বক্স অফিসে ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। এর মাঝেই ফের যিশুকে বিঁধলেন নীলাঞ্জনা! আরও পড়ুন: তিনি সম্পর্কে প্রতারণা নিয়ে লিখেছেন। নীলাঞ্জনা লেখেন, "সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা হল সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পর...