WB 5th Pay Commission DA Latest Update: ‘রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য DA পাবেন’, সুপ্রিম কোর্টে ‘৭’ হবে, করা হল বড় দাবি

WB 5th Pay Commission DA Latest Update: ‘রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য DA পাবেন’, সুপ্রিম কোর্টে ‘৭’ হবে, করা হল বড় দাবি 

৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, বড় ঘোষণা মমতা সরকারের,

DA Hike : ২০২৬-এর ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের,

West Bengal DA Calculation: রাজ্যের ৪% ডিএ ঘোষণা, তাও কেন,

মনের মতো' DA বাড়েনি, তারইমধ্যে আদালতে নয়া পদক্ষেপ রাজ্য

15 Feb 2025

WB 5th Pay Commission DA Latest Update: ‘রাজ্য সরকারি কর্মীরা প্রাপ্য DA পাবেন’, সুপ্রিম কোর্টে ‘৭’ হবে, করা হল বড় দাবি

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হয়েছে। চার শতাংশ ডিএ বেড়েছে। আর তারপর ডিএ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী। তিনি কী বললেন? তা দেখে নিন।

স্টেট ট্রাইবুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ (স্যাট) এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম। তিনি জানিয়েছেন, আগামী ২৫ মার্চ যাতে ডিএ মামলার শুনানি হয়, সেজন্য সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে। কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটা রোপা রুল ২০০৯-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এই মামলার উপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

এমন একটা সময় তিনি সেই মন্তব্য করেছেন, যখন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কনফেডারেশনের আইনজীবী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশের অনেক বেশি ডিএ বাড়ানো উচিত ছিল। তাঁদের অনেক বকেয়া আছে। তবে ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা আবারও (সুপ্রিম কোর্ট) জয়লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবারের বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। অর্থাৎ ১৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

আর সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার আগেই ২৫ মার্চ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতার মামলা উঠতে পারে। তবে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। আর সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএয়ের মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের মহার্ঘ ভাতার মামলা। যে বিষয়টা নিয়ে ২০১৬ সাল থেকে আইনি লড়াই চলছে। (ছবিটি প্রতীকী)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ম্যাট হেনরির ফাইভ-ফার দুবাইতে ভারতকে 249-এ সীমাবদ্ধ করে, ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বরুণ চক্রবর্তীর সমর্থনে ভারত 44 রানে জয়ী

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নজির ভারতের

The team that had been moaning about India not coming to Pakistan for months, couldn't even survive a few matches in their own tournament!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত | নিউজিল্যান্ডের মুখোমুখি দ্বিতীয় সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকা,

Facebook Reels Monetization: এবার ফেসবুক থেকে প্রতি মাসে ৩ লাখ টাকারও বেশি রোজগার করা যাবে, কীভাবে জানেন?