How to Mamata Banerjee: 'কেন সব ধর্মকে ভালোবাসি, একটা ছোট্ট কারণ বলি…' সব বলে দিলেন মমতা @MAHA

How to Mamata Banerjee: 'কেন সব ধর্মকে ভালোবাসি, একটা ছোট্ট কারণ বলি…' সব বলে দিলেন মমতা @MAHA

বাংলা জুড়ে একের পর এক দুর্নীতি, হিংসার একাধিক ঘটনা, বেকারত্ব এসব সমস্য়াকে গৌন করে এখন রাজনীতির আঙিনায় একটা বিষয় বার বার উঠে আসছে সেটা হল ধর্ম।

How to Mamata Banerjee: 'কেন সব ধর্মকে ভালোবাসি, একটা ছোট্ট কারণ বলি…' সব বলে দিলেন মমতা @MAHA


যাঁরা সমালোচনা করেন এটা তাঁদের জন্য আই ওপেনার’‌, নিউটাউনে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক মহলের মতে, বাংলা জুড়ে একের পর এক দুর্নীতি, হিংসার একাধিক ঘটনা, বেকারত্ব এসব সমস্য়াকে গৌন করে এখন রাজনীতির আঙিনায় একটা বিষয় বার বার উঠে আসছে সেটা হল ধর্ম। এমনকী বিধানসভার অন্দরে খোদ মুখ্য়মন্ত্রীও এই ‘ধর্মে’র প্রসঙ্গ তুলছেন।

মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের জেরে একেবারে তীব্র প্রতিবাদ শুরু করেছে বিজেপি। কার্যত মমতাকে 'হিন্দুবিরোধী' প্রমাণ করতে চেষ্টা কোনও কসুর করছে না বঙ্গ বিজেপি। ২০২৬ এর ভোটের আগে মূলত এই ইস্যুকে সামনে এনে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি। তবে বাংলার মুখ্য়মন্ত্রীও অবশ্য বিজেপির ছোঁড়া প্রতিটি বলেরই পালটা জবাব দিচ্ছেন।


বৃহস্পতিবারও তার রেশ থাকল পুরোদমে। @MAHA

ভারত সরকার ব্ল্যাকলিস্টেড হয়েছিল। একজনের পোলিও হয়েছিল। সেটা হাওড়ার ডোমজুড়ের কোনও এক জায়গায়। আমরা ক্ষমতায় আসার আগে। আমি ভাবলাম সবাইকে যদি পোলিও দিতে হয় তাহলে সব পপুলেশনকে কনফিডেন্সে নিতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম মোয়াজ্জেন সবাইকে বললাম আপনারা আজানও করবেন, রোজা মাসে নমাজও পড়বেন। কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে সেটা আপনাদের করতে হবে।’


নিউ টাউনে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রী বলেন, ‘কেউ কেউ হিন্দু মুসলমান শিখ খ্রীষ্টান করে বলে,কেন সব ধর্মকে ভালোবাসি, একটা কারণ বলি ছোট্ট, আমার এখানে ৬ শতাংশ আদিবাসী আছে। তফসিলি ভাইবোনেরা আছে। মাইনরিটি আছে প্রায় ৩৩ শতাংশ। ওবিসি আছে। বাকিটা টোটালটাই জেনারেল কাস্ট।’

মমতা বলেন, ‘আগে এই পোলিও দিতে গেলে অনেকে ভাবত কী খারাপ হবে। আমি বললাম এটা ভুল ধারনা। তারপরই সবাই পোলিও নেওয়া শুরু করলেন। পুরোহিত, ইমামরা আমাকে খুব সাহায্য করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম। তাতে কী হল? ভারত সরকারকে যারা ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল আমার দেশ সেই কালো তালিকা থেকে বেরিয়ে এল।এটা গর্ব করার মতো জিনিস নাকি গর্ব করার মতো জিনিস নয়?’ 


মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘একবারও ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার উৎসব সবার। সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয়। বললেন মমতা। …আমরা শ্রদ্ধা করি সব সংস্কৃতিকে। বৈচিত্রের মধ্য়ে ঐক্য় এটা আমাদের আদর্শ।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ম্যাট হেনরির ফাইভ-ফার দুবাইতে ভারতকে 249-এ সীমাবদ্ধ করে, ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বরুণ চক্রবর্তীর সমর্থনে ভারত 44 রানে জয়ী

জীবন-পরিবর্তনকারী সমব্যথী প্রকল্প রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নজির ভারতের

The team that had been moaning about India not coming to Pakistan for months, couldn't even survive a few matches in their own tournament!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত | নিউজিল্যান্ডের মুখোমুখি দ্বিতীয় সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকা,