Bangla News, News in Bengali, Latest Bengali News, Agniveer Scheme


bangla_news,_news_in_bengali,_latest_bengali_news,_agniveer_scheme


Morning Bazar | Daily News

আপনারও যদি ছোট থেকে স্বপ্ন থাকে দেশের ভালোর জন্য কিছু করার, আপনিও যদি চান সেনা বাহিনীতে যোগ দিতে, তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য। আজকে আমরা এই প্রতিবেদনে কথা বলব, ‘অগ্নিবীর স্কিম’ (Agniveer Scheme) সম্পর্কে। অগ্নিবীর স্কিম কী (What is Agniveer Scheme)

অগ্নিবীর স্কিম কী (What is Agniveer Scheme)

ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার মতই অনেক শিক্ষার্থী স্বপ্ন দেখেন, বড় হয়ে দেশের ভালো করার উদ্দেশ্যে এগিয়ে যাবেন। অনেকেই তাই সেনা বাহিনীতে যোগ দেওয়ার জন্য চেষ্টা করেন। ২০২২ সালে প্রতিরক্ষা মন্ত্রক একটি স্কিমের প্রচলন করেন। স্কিমটির নাম ‘অগ্নিবীর স্কিম’ (Agniveer Scheme)। এই স্কিম অনুযায়ী, ছাত্র ছাত্রীরা তাঁদের স্বপ্ন পূরণ করবার জন্য, ৪ বছরের হিসেবে ভারতীয় সেনা বাহিনীতে নিযুক্ত হয়। তবে এ ক্ষেত্রে ভারতের যুবক যুবতীরা নৌ বাহিনী এবং বিমান বাহিনীতেও যোগ দিতে পারবে। প্রতি বছরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেনা বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বলা বাহুল্য, প্রতি বছরই শূন্য পদে এখানে নিযুক্ত করা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা, কারা কারা করতে পারবেন এই স্কিমে আবেদন, এবং এই স্কিমের আরও অন্যান্য নানা দিক সম্পর্কে।

অগ্নিবীর প্রকল্পের উদ্দেশ্য (Objectives of Agniveer Scheme)

যে সকল যুবক যুবতীরা চান ভারতের সেনাবাহিনীতে যোগদান করতে, তাঁদের কথা ভেবেই প্রতিরক্ষা মন্ত্রক এই স্কিম শুরু করেছেন। এই স্কিমের উদ্দেশ্যগুলি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এই স্কিমে ভারতীয় যুবক যুবতীদের সশস্ত্র বাহিনীতে যোগদান করার সুবিধা দেওয়া হয়। এর ফলে তাঁরা অস্ত্র ব্যবহার শেখে এবং দক্ষ হয়ে ওঠে। শুধু অস্ত্র চালনা নয়, নিরাপত্তার যাবতীয় দায়িত্বে ভারতীয় যুবক যুবতীদের দক্ষ করে তোলা হল এই স্কিমের লক্ষ্য। দেশ যাতে সম্পূর্ণ ভাবে সুরক্ষিত থাকে, কোনও বাইরের শক্তি যাতে দেশের বিপদ না ঘটাতে পারে, তার জন্য একটি দক্ষ সেনা বাহিনী গড়ে তোলাই হল অগ্নিবীর স্কিমের অন্যতম মূল উদ্দেশ্য।

অগ্নিবীর স্কিমের সুবিধা (Benefits of Agniveer Scheme)

এই স্কিমে নিযুক্ত যুবক যুবতীরা তাঁদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং বেকারত্ব থেকে মুক্তি পাবে। এই প্রকল্পে আবেদনকারীদের বেতন হয় প্রতি মাসে ৩০-৪০ হাজার টাকা মত। চার বছর হয়ে যাওয়ার পরেও বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা দেবে অগ্নিবীর স্কিম। অবসরের পরেও এই যুবক যুবতীরা দক্ষতা অনুযায়ী তাঁরা নানা জায়গায় কাজের জন্য আবেদন জানাতে পারবে। এছাড়াও, কোনও দুর্ঘটনার কবলে পড়লে, মোটা অঙ্কের বীমা প্রদান করবে এই প্রকল্প। রাজ্য পুলিশে সরাসরি নিয়োগ হয়ে যাওয়ার সুবিধা থাকবে। এই অগ্নিবীর প্রকল্পের অধীনে থাকা সেনাদের, ভারতীয় কোস্ট গার্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়ে থাকে।

অগ্নিবীর প্রকল্পে আবেদনের যোগ্যতা (Criteria of Agniveer Scheme)

এখনো পর্যন্ত এই স্কিম সম্পর্কে আমরা যতটুকু জানলাম, তাতে বোঝা গেল যে এই স্কিম সেনা বাহিনীতে যোগদান করতে চায় এমন মানুষ বাদে আর কেউ আবেদন জানাতে পারবেন না। আরও বিশদে জানব আমরা এবার, কোন কোন যোগ্যতা থাকলে এই স্কিম অনুযায়ী ‘অগ্নিবীর’ হয়ে ওঠা যায়! ‘অগ্নিবীর’ হয়ে উঠতে গেলে আবেদনকারীর উচ্চতা হতে হবে ১৬২ সেন্টিমিটার থেকে ১৭০ সেন্টিমিটার। যদিও এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, পদ অনুযায়ী উচ্চতার মানদণ্ডের হরফের হবে। ওজন হতে হবে ৫০ কেজি। এর বেশি হওয়া চলবে না। বুক হতে হবে ৭৭ সেন্টিমিটার চওড়া। ১৭.৫-২১ বছর বয়সী যুবক যুবতীরা পারবেন এই স্কিমে আবেদন জানাতে। বিভিন্ন পদ অনুযায়ী যুবক যুবতীদের শিক্ষাগত যোগ্যতার পরিমাপ নির্ধারিত হবে। তবে ন্যূনতম ৪০% নম্বরের অধিকারী হতে হবে আবেদনকারীকে। এবং অবশ্যই ইংরেজি, এবং বিজ্ঞানের বিষয়গুলিতে পারদর্শী হতে হবে।

কীভাবে জানাতে পারবেন অগ্নিবীর প্রকল্পে আবেদন (How to apply on Agniveer Scheme)

আগেই আমরা জেনেছি, প্রতি বছরই প্রতিরক্ষা মন্ত্রক থেকে অগ্নিবীর প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইচ্ছুক ব্যক্তিরা সহজেই এই প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। https://joinindianarmy.nic.in/ লিংকে গিয়ে, নিজের নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলাকালীন যে ফোন নম্বরটি দেওয়া হয়েছে তাতে একটি OTP আসবে ভেরিফিকেশন জন্য। নির্দিষ্ট সময়ের পর ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় নথি আপলোড করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কীভাবে জানাতে পারবেন অগ্নিবীর প্রকল্পে আবেদন করবেন ? (How to apply on Agniveer Scheme)

আগেই আমরা জেনেছি, প্রতি বছরই প্রতিরক্ষা মন্ত্রক থেকে অগ্নিবীর প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইচ্ছুক ব্যক্তিরা সহজেই এই প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। https://joinindianarmy.nic.in/ লিংকে গিয়ে, নিজের নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলাকালীন যে ফোন নম্বরটি দেওয়া হয়েছে তাতে একটি OTP আসবে ভেরিফিকেশন জন্য। নির্দিষ্ট সময়ের পর ভেরিফিকেশন হয়ে গেলে প্রয়োজনীয় নথি আপলোড করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অগ্নিবীর স্কিমের আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় নথি (Documents Required for application under Agniveer Scheme)

আবেদনকারীর আধার কার্ড

দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট

সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি

কাস্ট সার্টিফিকেট

স্পোর্টস সার্টিফিকেট ও NCC সার্টিফিকেট

বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি

অগ্নিবীর-এর নির্বাচন পদ্ধতি (Agniveer Selection Process)

এই স্কিমে আবেদন জানালে, দু দফায় নির্বাচন পদ্ধতিটি সংঘটিত হবে। এখন আপনাদের সেই নিয়েই এবার তথ্য দিতে চলেছি।

প্রথম ধাপে সারা দেশ জুড়ে, অনলাইনে প্রিলিমারি পরীক্ষা হবে। এই স্তরে উত্তীর্ণ করলেই পরবর্তী ধাপে পৌঁছনো যাবে।

এই ধাপে আর্মি রিক্রুটিং অফিস (ARO) একটি রিক্রুমেন্ট র‍্যালি আয়োজন করবে যেখানে আপনাকে ফিল্ড পরীক্ষা দিতে হবে। অর্থাৎ, এই পর্যায়ে আপনার শারীরিক সুস্থতা খতিয়ে দেখার জন্য নানা রকম খেলায় অংশ নিতে বলা হবে। পাশাপাশি মেডিকেল পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। সব কিছু ঠিকঠাক হলে তারপরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।


অগ্নিবীর স্কিমের আবেদন পত্র ডাউনলোড লিঙ্কClick HereClick Here

https://joinindianarmy.nic.in/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ম্যাট হেনরির ফাইভ-ফার দুবাইতে ভারতকে 249-এ সীমাবদ্ধ করে, ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বরুণ চক্রবর্তীর সমর্থনে ভারত 44 রানে জয়ী

জীবন-পরিবর্তনকারী সমব্যথী প্রকল্প রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নজির ভারতের

The team that had been moaning about India not coming to Pakistan for months, couldn't even survive a few matches in their own tournament!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত | নিউজিল্যান্ডের মুখোমুখি দ্বিতীয় সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকা,