গম্ভীরের গদিও টালমাটাল | রোহিতের পর বিরাট অধিনায়ক? | গম্ভীরের জন্য আতঙ্কিত জুনিয়র ক্রিকেটাররা
গম্ভীরের গদিও টালমাটাল
অস্ট্রেলিয়া সিরিজেই পরই গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফদের পারফরমেনস নিয়ে রিভিউ বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ায় সিরিজ হারলেই গৌতিকে নিয়ে প্রশ্ন উঠবে, বলাই যায়। সেক্ষেত্রে টানা ভারত ব্যর্থ হলে, গম্ভীরের গদি নিয়েও টানাটানি শুরু হয়ে যাবে।
রোহিতের পর বিরাট অধিনায়ক?
সেক্ষেত্রে রোহিত শর্মার পর ভারতীয় দলের অধিনায়ক কে হবেন? এই প্রশ্নই জোরালো হচ্ছে, আর প্রথম নাম নিশ্চিতভাবে বুমরাহ। কিন্তু বিরাট কোহলি যেভাবে মাঠের ভিতর ক্রিকেটারদের পরিচালনা করছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁদের পাশে থাকছেন নেতার মতো, তাঁতে কিছুটা অবাক করেই তাঁর নামও উঠে আসছে অধিনায়কত্বে প্রত্যাবর্তনের জন্য। অস্ট্রেলিয়ায় যে প্রস্তুতির একটা অভাব ছিল, তা স্পষ্ট টের পাওয়া গেছে।
গম্ভীরের জন্য আতঙ্কিত জুনিয়র ক্রিকেটাররা
জানা যাচ্ছে, রোহিত শর্মা ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন আলাদা করেই। কিন্তু গম্ভীর নাকি সেসব কিছুই করেননা। নিজের মতো করেই সিদ্ধান্ত নেন। এমনিতেই অজিত আগরকরদের নির্বাচক কমিটির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে। পরপর সিরিজ হেরে এবার গম্ভীর এবং তাঁর সহকারীরাও প্রশ্নের মুখে পড়েছেন। কারণ নিজের পছন্দ মতোই সাপোর্ট স্টাফ নিয়েছিলেন গৌতি।
মন্তব্যসমূহ