দেবের ফ্যান পাওয়ার জানিস না কী জিনিস', শিবপ্রসাদকে হুঁশিয়ারি দিতেই জিনিয়ার পালটা 'ঝুঁকেগা নেহি'

দেবের ফ্যান পাওয়ার জানিস না কী জিনিস', শিবপ্রসাদকে হুঁশিয়ারি দিতেই জিনিয়ার পালটা 'ঝুঁকেগা নেহি'

 দেবের ফ্যান পাওয়ার জানিস না কী জিনিস', শিবপ্রসাদকে হুঁশিয়ারি দিতেই জিনিয়ার পালটা 'ঝুঁকেগা নেহি'


বক্স অফিসে 'খাদান' ঝড়। ক্রিসমাসে চারটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে। সেই তালিকায় ছিল দেবের 'খাদান', রাজ চক্রবর্তীর 'সন্তান', মানসী সিনহার '৫ নং স্বপ্নময় লেন' ও প্রতীম.ডি.গুপ্তার 'চালচিত্র'। আয়ের নিরিখে তিনটি ছবিকে পিছনে ফেলে খাদানের আয়ের গ্রাফ একেবারে ঊর্ধমুখী। খাদানের সাকসেস পার্টিতেও ছিল তারকার চাঁদের হাট। কখনও দেবের কানে কানে কথা সৌরভ পত্নী দর্শনার। বিনোদিনী রুক্মিণীর সঙ্গে ও মধু গানে নেচেছেন দেব। পার্টিতে হাজির ছিলেন 'কিশোরী' ইধিকাও। একদিকে যখন অনুরাগীদের মধ্যে খাদান ম্যানিয়া তখন অন্যদিকে দেব ভক্তদের একাংশের চোখ রাঙানি। টলিউডের বিশিষ্ট পরিচালক শিবপ্রসাদ-নন্দিতার ছবি বহুরূপীকে হুঁশিয়ারি দিল সুপারস্টার দেবের ফ্যানেরা।
প্রোফাইলে দেবের ছবি, আর ভাষার কোনও লাগাম নেই।


 সোশ্যাল মিডিয়ায় অশ্রাব্য ভাষায় শিবপ্রসাদকে আক্রমণ শিবপ্রসাদকে। এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পালটা পোস্টে দেব ভক্তদের জবাব দেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। সুর চড়িয়ে লিখেছেন, 'ফ্যান ক্লাবের উৎপাত ও হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনের একটি অংশ। অফুরন্ত ট্রলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের চলচ্চিত্র পারফর্ম করা বন্ধ করেনি, থামবে না, বেতনভুক্ত আইটি সেল এবং রাজনৈতিক বাহিনীর প্রতিযোগীতা সত্ত্বেও। যেমন পুষ্প বলেছিল, হুম ঝুঁকেগা নেহি.।'


উইকিপেডিয়ার বিচারে এখনও পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করেছে শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী। এই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ১৮ কোটি ছুঁই ছুঁই। অন্যদিকে দেবের 'খাদান'-এর ঝুলিতে আপাতত এসেছে ১৫ কোটির কিছু বেশি। স্টার থিয়েটারে হল ভিজিটের পর দেবও নিজেও স্বীকার করে নিয়েছিলেন, পুজোয় 'টেক্কা'-কে টেক্কা দিয়েছে 'বহুরূপী'। সোশ্যাল মিডিয়ায় দেব ভক্তদের রোষানলে কেন পড়লেন শিবপ্রসাদ? আর আক্রমণের ভাষাটাই বা কেমন? প্রকাশ্যে হুমকি, 'দেবদার সঙ্গে রিলিজ বন্ধ কর নাহলে অবস্থা খারাপ করে দেব। দেবের ফ্যান পাওয়ার জানিস না কী জিনিস। শুধরে যা নাহলে দেবের ফ্যানরা মিলে শুধরে দেব।'

দেবের ফ্যান পাওয়ার জানিস না কী জিনিস', শিবপ্রসাদকে হুঁশিয়ারি দিতেই জিনিয়ার পালটা 'ঝুঁকেগা নেহি'



এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী শ্রুতি দাস। কমেন্ট বক্সে লিখেছেন, 'অসভ্যতাম যত রাজ্যের।' প্রতিবাদ করেছেন মানসী সিনহাও। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। স্বপ্নময় লেন রিলিজের পর একজন তাঁকে লিখেছিলেন অভিনয়ের কিছুই জানেন না তিনি। শুধু রাস্তাঘাটে চুমু খেয়ে বেরায়। নীল ছবি তৈরি করা উচিত। অভিনেত্রী-পরিচালক মানসী আরও লেখেন বড় হিসেবে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু, এই ধরনের ব্যবহার তাঁদের প্রাপ্য কিনা সেই প্রশ্ন তুলেছেন ৫ নং স্বপ্নময় লেনের পরিচালক। সাধারণ মানুষরাও দেবের অনুরাগীদের আচরণে ক্ষুদ্ধ। তাঁদের মতে, অভিনেতার ছবি ডিপিতে লাগিয়ে এই ধরনের কথাবার্তায় নায়ককেই অপমান করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ম্যাট হেনরির ফাইভ-ফার দুবাইতে ভারতকে 249-এ সীমাবদ্ধ করে, ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বরুণ চক্রবর্তীর সমর্থনে ভারত 44 রানে জয়ী

জীবন-পরিবর্তনকারী সমব্যথী প্রকল্প রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নজির ভারতের

The team that had been moaning about India not coming to Pakistan for months, couldn't even survive a few matches in their own tournament!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত | নিউজিল্যান্ডের মুখোমুখি দ্বিতীয় সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকা,