কোথায় চোট পেয়েছেন বুমরাহ? তিনি কি সিডনি টেস্টে আর মাঠে নামতে পারবেন?

উল্লেখ্য, এই ম্যাচে রোহিত শর্মা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই আবহে দলের অধিনায়কত্বের দায়িত্ব এসে বর্তায় বুমরাহর ওপর। এই সিরিজে প্রথম ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন বুমরাহ। সেই ম্যাচে জিতেছিল ভারত। চলতি সিরিজে ভারতের জেতা একমাত্র ম্যাচ সেটাই। এই ম্যাচেও বুমরাহ নিজেই দলের দায়িত্ব কাঁধে নিয়ে লড়ছিলেন। তবে মধ্যাহ্নভোজনের বিরতির পরে এক ওভার করেই বুমরাহ মাঠ ছাড়েন। তার কিছুক্ষণ পরে দেখা যায়, জার্সি ছেড়ে প্র্যাক্টিস কিটে বুমরাহ সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তাঁর সঙ্গে একাধিক সাপোর্ট স্টাফ। পরে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে তিনি গাড়িতে ওঠেন। গাড়ি চালিয়ে স্টেডিয়াম থেকে তাঁকে বাইরে নিয়ে যান ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ। 
কোথায় চোট পেয়েছেন বুমরাহ? তিনি কি সিডনি টেস্টে আর মাঠে নামতে পারবেন?

কোথায় চোট পেয়েছেন বুমরাহ? তিনি কি সিডনি টেস্টে আর মাঠে নামতে পারবেন?

সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে আউট করে জসপ্রীত বুমরাহ দলকে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন। এই সঙ্গে স্যাম কনস্টাসের সঙ্গে তাঁর 'সংঘাত' নিয়ে চর্চাও শুরু হয়েছিল। সেখানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আসল 'বস' কে। আজ সকালেও অজি তারকা মার্নাস ল্যাবুশানকে সাজঘরে ফেরান জসপ্রী বুমরাহ। এই সিরিজে দুই দলের মধ্যেই সবথেকে সেরা বোলার বুমরাহ। অনেক সময়ই মনে হয়েছে, মাঠে ভারতের হয়ে একা তিনিই লড়ে যাচ্ছেন। এই টেস্ট ম্যাচে তো প্রথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট হাতেও মারমুখী হয়েছিলেন বুমরাহ। এহেন ক্যাপ্টেন বুমরাহকে ম্যাচের মাঝপথে হারাতে হলে যে তা ভারতের কাছে প্রবল ধাক্কা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই আবহে তিনি যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে আশঙ্কা বেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।
চোটের কারণে স্টেডিয়াম ছেড়েছেন সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। তিনি গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন স্টেডিয়াম থেকে। সেখানে তাঁর স্ক্যান হচ্ছে বলে জানা গিয়েছে? তবে কোথায় চোট আছে বুমরাহর? স্টার স্পোর্টসে চা পানের বিরতির সময়কালে চলা শো-তে সুনীল গাভাসকর বলেন, মনে হচ্ছে গ্রইনের চোট হয়ে থাকতে পারে। এরপরই শো-এর সঞ্চালক ময়ন্তি ল্যাঙ্গার 'সূত্র' উদ্ধৃত করে বলেন, 'সম্ভবত বুমরাহর পিঠের স্ক্যান হবে।' উল্লেখ্য, এর আগে পিঠের সার্জারি হয়েছিল বুমরাহর। পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বুমরাহ। এদিকে ময়ন্তি পরে জানান, সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্ট বা বিসিবিআইয়ের থেকে। এই আবহে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারবেন না বুমরাহর চোট নিয়ে। তবে সত্যি যদি বুমরাহর পিঠে চোট থেকে থাকে, তাহলে তাঁর মাঠে ফেরা নিয়ে সংশয় থেকে যাবে। বিশেষ করে যখন আর কয়েক সপ্তাহ পরে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইতেও ভারত নামবে। তবে এই ক্ষেত্রে সতর্কতামূলক কারণেও বুমরাহ স্ক্যান করাতে যেতে পারেন। সেই ক্ষেত্রে বিসিসিআইয়ের আপেডেটের জন্যে অপেক্ষা করতে হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ম্যাট হেনরির ফাইভ-ফার দুবাইতে ভারতকে 249-এ সীমাবদ্ধ করে, ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বরুণ চক্রবর্তীর সমর্থনে ভারত 44 রানে জয়ী

জীবন-পরিবর্তনকারী সমব্যথী প্রকল্প রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নজির ভারতের

The team that had been moaning about India not coming to Pakistan for months, couldn't even survive a few matches in their own tournament!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারত | নিউজিল্যান্ডের মুখোমুখি দ্বিতীয় সেমিফাইনালের দক্ষিণ আফ্রিকা,