শাহরুখের বিলাসবহুল বাড়ির | অঙ্কিতার জায়গায় আসছে নতুন নায়িকা | বন্ধ হচ্ছে জি বাংলার
৬ মাসে দু-বার স্লট বদলেও শেষরক্ষা হল না! বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা, শ্যুটিং শেষ
বছর শেষে মন খারাপ করা খবর। বড়দিনেই শেষ হল জি বাংলার পরিচিত সিরিয়ালের পথচলা। টিআরপি তালিকায় চমক দেখাতে ব্যর্থ, সেই কারণেই ৬ মাসেই বন্ধ হল এই মেগা সিরিয়াল।
ফের মন খারাপ করা খবর জি বাংলার ভক্তদের জন্য। বছর শেষে বন্ধ হচ্ছে আরও এক মেগা সিরিয়াল। ইঙ্গিত আগেই মিলেছিল, গত ৬ মাসে দু-বার স্লট বদল হয়েছে এই মেগার। এবার পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে গৌরব-ঐশানী অভিনীত মেগা মানে পুবের ময়না।
অঙ্কিতার জায়গায় আসছে নতুন নায়িকা! বহু বছর এগিয়ে 'জগদ্ধাত্রী'র গল্পে শুরু হচ্ছে কোন নতুন মোড়?
একের পর এক নতুন টুইস্টে দর্শকের মনোযোগ আকর্ষণ করছে 'জগদ্ধাত্রী'। জি বাংলার এই ধারাবাহিক আবার ফিরে পেয়েছে টিআরপি তালিকায় নিজের হারানো জায়গা। তবে তালিকায় এক থেকে পাঁচের মধ্যেই দেখা যায় এই ধারাবাহিককে।
গল্পে বহুদিন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূকে একসঙ্গে দেখা যাচ্ছে না। এর নেপথ্যে উঠে আসছে নায়ক-নায়িকার অফস্ক্রিন মনোমালিন্যের কথা। টলিপাড়ার অন্দরের খবর, একসঙ্গে অভিনয় করলেও নাকি বাস্তবে মুখ দেখাদেখি প্রায় বন্ধ অঙ্কিতা ও সৌম্যদীপের। দু'জনের মনোমালিন্য এতটাই বেড়েছে যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দু'জনকে এক দৃশ্যে রাখা হচ্ছে না।
শাহরুখের বিলাসবহুল বাড়ির ভিডিও ভাইরাল, মুগ্ধ অনুরাগীরা
বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তার সিনেমার দেখার জন্য যেমন হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটিও কম নেই।
অনুরাগীদের ধ্যানজ্ঞান যেন শাহরুখকে ঘিরেই! অভিনেতার বিলাসবহুল জীবনযাত্রার নানা ঝলক প্রায়ই দেখা যায় অনলাইনে। আর সেগুলো বেশ পছন্দও করে অনুরাগীরা।
এবার লন্ডনে তাঁর বিলাসবহুল এক বাংলো বাড়ির একটি ভিডিও সামাজিক যোগাযেগামাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ অনুরাগীরা।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও শাহরুখের লন্ডনের বিলাসবহুল বাসভবনের এক ঝলক দেখে চোখ কপালে উঠেছে সবার। ভিডিওটি শেয়ার করেছেন এক ভ্লগার দম্পতি, যেখানে বিলাসবহুল বাংলোর বাইরের অংশ দেখা যাচ্ছে। এই ভিডিওতে ঠিকানা ‘১১৭’ এবং গোটা ভবনের সম্মুখভাগও দেখা যাচ্ছে।
ভিডিওটিতে বাড়ির বাইরে পার্ক করা দামি গাড়ির লাইনআপও ধরা পড়েছে, যা অভিনেতার বিলাসবহুল জীবনযাত্রার একটা আভাস দেয়।
২০০৯ সালে ম্যানচেস্টার ইভিনিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পার্ক লেনের ওই অ্যাপার্টমেন্টের জন্য ২০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন শাহরুখ। যা ভারতের হিসেবে প্রায় ২১৫ কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয় যে, ভারতের বাইরে কোনো সম্পত্তির জন্য কোনো বলিউড তারকা এই প্রথম এতপরিমাণ অর্থ খরচ করেছে।
শাহরুখের বড় ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান দুজনেই ব্রিটেনে পড়াশোনা করেছেন। আরিয়ান সেভেনওকস বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। আর সুহানা আর্ডিংলি কলেজ থেকে স্নাতক হয়েছেন বলে জানা গিয়েছে।
লন্ডনের এই বাড়িটি শাহরুখের মালিকানাধীন বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তির মধ্যে একটি। মুম্বাইয়ে তার আইকনিক সমুদ্রমুখী বাড়ি মান্নতের পাশাপাশি একই শহরে ‘জান্নাত’ নামে একটি বিলাসবহুল ভিলাও রয়েছে।
শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের দিল্লিতেও একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে।
শাহরুখ বর্তমানে তার পরবর্তী চলচ্চিত্র ‘কিং’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এতে শাহরুখকন্যা সুহানা খানও অভিনয় করেছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম সংস্করণে শাহরুখ বহুল প্রত্যাশিত এই সিনেমা সম্পর্কে জানিয়েছেন ভক্তদের। এটি পরিচালনার দায়িত্বে ছিলেন গুণী পরিচালক সুজয় ঘোষ। তবে সদ্যই জানা গেছে, সুজয় ঘোষের বদলে সিনেমাটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে পাঠান’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দকে।
মন্তব্যসমূহ