Syed Mushtaq Ali Trophy | BGT 2024-25 | IPL 2025 | South Africa Cricket Team
South Africa Cricket Team
পাকিস্তানের বিরুদ্ধে শতরান হেন্ড্রিক্সের, এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ় দক্ষিণ আফ্রিকার
টি-টোয়েন্টি সিরিজ়ও জিতে নিল দক্ষিণ আফ্রিকা। রেজা হেন্ড্রিক্সের শতরানে ৭ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা।
Shakib Al Hasan
বল করতে পারবেন না শাকিব, ইংল্যান্ডের সব প্রতিযোগিতায় নিষিদ্ধ তাঁর বোলিং
ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশের অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশন ঠিক নয় বলে মন করছে ইসিবি।
IPL 2025
প্রাক্তন অধিনায়ক, আইপিএল জয়ীকে নেওয়ার চেষ্টাই করেনি কেকেআর, তা-ও খুশি রানা! কেন?
গত সাত বছর ধরে কেকেআরের মিডল অর্ডার সামলেছেন। সেই ক্রিকেটারকে এ বার নেওয়ার চেষ্টাই করেনি কলকাতা। নীতীশ রানা এ বার রাজস্থান রয়্যালসে। রাহুল দ্রাবিড় তাঁর কেরিয়ার তৈরি করে দিতে চান।
BGT 2024-25
বৃষ্টিভেজা ব্রিসবেনে অধিনায়কের আশায় জল ঢাললেন বুমরা, সিরাজেরা
সারা দিনে ভারতীয় বোলারদের করা ১৩.২ ওভারই চিন্তার কারণ হয়ে দেখা দিল। যে কারণে অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা সফল হল না। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজেরা অধিনায়কের আশায় জল ঢেলে দিলেন।
Syed Mushtaq Ali Trophy
আইপিএলের ৯১ দিন আগে স্বস্তিতে কেকেআর, হার্দিকদের বিরুদ্ধে ৫৬ বলে ৯৮ নেতৃত্বের দৌড়ে থাকা রাহানের
আইপিএলের নিলামে রাহানের জন্য আগ্রহ দেখায়নি কোনও দল। শেষ দিকে তাঁর ন্যূনতম দাম ১ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল কেকেআর। সেই রাহানেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাসছেন রানের জোয়ারে।
মন্তব্যসমূহ