Can't play the new ball', Cheteshwar Pujara questioned Kohli's technique.
Virat Kohli
Can't play the new ball', Cheteshwar Pujara questioned Kohli's technique.
নতুন বল খেলতে পারছে না’, কোহলির টেকনিক নিয়ে প্রশ্ন তুলে দিলেন চেতেশ্বর পুজারা।
ব্রিসবেন টেস্টে আবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। মাত্র তিন রানে সাজঘরে ফিরেছেন। কোহলির টেকনিক নিয়েই প্রশ্ন তুলে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ চেতেশ্বর পুজারা।
ব্রিসবেন টেস্টে আবার ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। মাত্র তিন রানে ফিরেছেন তিনি। পার্থের শতরানের পর আর এক বার ব্যর্থ। এ বার কোহলির টেকনিক নিয়েই প্রশ্ন তুলে দিলেন চেতেশ্বর পুজারা। জানালেন, নতুন বল খেলার জন্য তৈরিই নন কোহলি।
পুজারার মতে, কোহলি যত পুরনো বল খেলবেন তত বেশি ধারালো হবেন। তাঁর টেকনিক নতুন বলের জন্য নয়। কোহলির জন্য ভারতের টপ অর্ডার ধারাবাহিক নয় বলেও মন্তব্য করেছেন পুজারা।
তাঁর কথায়, “কোহলিকে জোর করে নতুন বলে খেলতে হচ্ছে। এর আগে যত বার খেলেছে তত বারই আউট হয়েছে। পার্থে পুরনো বলে খেলতে হয়েছিল বলেই শতরান করেছিল। ওর টেকনিক নতুন বলের জন্য তৈরি নয়। ওর অবশ্যই ১০, ১৫ বা ২০ ওভার পরে খেলতে নামা উচিত। নতুন বলে বল করার সময় বোলারেরা তরতাজা থাকে এবং আত্মবিশ্বাসও তুঙ্গে থাকে। দুটো উইকেট পেয়ে গেলে গোটা দল চাঙ্গা হয়ে যায়।”
পরিসংখ্যান দেখাচ্ছে, পুজারা ভুল কথা বলছেন না। পার্থে কোহলি খেলতে নামার আগে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মিলে ২০১ রান তুলে দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোহলি ১৯তম ওভারে খেলতে নেমে মাত্র সাত রানেই ফিরে যান। দ্বিতীয় ইনিংসে নবম ওভারে খেলতে নামেন এবং মাত্র ১১ রান করেন।
পুজারা আরও বলেছেন, “যখনই বোলারেরা চতুর্থ এবং ষষ্ঠ স্টাম্পের মধ্যে বল করছে তখনই কোহলি সেটা খেলতে যাচ্ছে এবং আউট হচ্ছে। এটা ভাল লক্ষণ নয়। ও নিজেই সেটা বুঝতে পারছে। ওকে নেটে বল ছাড়তে দেখেছি। কিন্তু ক্রিজ়ে নেমে সেটা করতে পারছে না।”
মন্তব্যসমূহ