যোগশ্রী প্রকল্প: ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেবে সরকার
যোগশ্রী প্রকল্প: ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার প্রশিক্ষণ দেবে সরকার
Yogyashree Scheme: আর্থিক অস্বচ্ছলতাই আর হবে না শেষ কথা! উন্নত ভবিষ্যতের জন্য করতে হবে না দুশ্চিন্তা! অর্থের জোর নেই বলে, পিছিয়ে থাকবে না কোনো ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা। মেধাবী পড়ুয়াদের সুস্থ আগামীর কথা ভেবেই এবার রাজ্য সরকার চালু করেছে যোগশ্রী প্রকল্প। গত বছর এই প্রকল্পের শুভ সূচনা করেন খোদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
প্রতিকূলতা কাটিয়ে উঠে যাতে বাংলার সকল ছেলে মেয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে পারে, তার জন্য যোগশ্রীর মত প্রকল্পের সূচনা করেছেন তিনি।
যোগশ্রী প্রকল্পের(Yogyashree Scheme) সুবিধা:
এই প্রকল্পে শিক্ষার্থীরা বিনা মূল্যে যেমন জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) বা নিটের (NEET) জন্য প্রশিক্ষণ নিতে পারবে।
এছাড়াও ব্যাংক, রেল, সামরিক, আধাসামরিক, পুলিশসহ নানা ধরনের সরকারী বা বেসরকারী চাকরির প্রশিক্ষণও নেওয়া যাবে এই প্রকল্পের দ্বারা।
এখানেই শেষ নয়, রয়েছে আরও একটি চমক।
প্রশিক্ষণ চলাকালীন ছাত্র ছাত্রীরা প্রতি মাসে পাবে প্রায় তিনশো টাকা মত স্টাইপেন্ড।
যোগশ্রী প্রকল্পে (Yogyashree Scheme) কারা করতে পারবেন আবেদন?
বলা বাহুল্য, যোগশ্রী প্রকল্পের প্রচলনের ফলে বেশ ভালই উন্নতিলাভ করেছে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। তবে মনে রাখতে হবে, সকলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে না। তার জন্য থাকতে হবে সুবিধাভোগীদের কিছু ন্যূনতম যোগ্যতা।
এই প্রকল্পে আবেদনকারীকে মাধ্যমিকে অন্তত ৫০% থেকে ৬০ নম্বরের অধিকারী হতে হবে।
এতদিন এই জাতীয় প্রকল্প সংখ্যালঘু শ্রেণীর জন্যই বরাদ্দ ছিল, কিন্তু আশার খবর এটাই যে, সমাজের সকল গোষ্ঠীর শিক্ষার্থীই এই প্রকল্পের সুবিধা পেতে পারে।
এই প্রকল্পে আবেদন করতে গেলে অন্যতম বৈশিষ্ট্য হিসেবে চাই, এই রাজ্যেরই নাগরিকত্ব। ভিনরাজ্য থেকে এসে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
যোগশ্রী প্রকল্পে (Yogyashree Scheme) আবেদনের জন্য গুরুত্বপুর্ন নথি
এই প্রকল্পে আবেদন করতে গেলে বেশ কিছু গুরুত্বপুর্ন নথিরও দরকার হয়। সেই প্রয়োজনীয় নথিগুলি হল –
আবেদনকারীর আধার কার্ড
আবেদনকারীর প্যান কার্ড
আবেদনকারীর বাসস্থানের শংসাপত্র
আবেদনকারীর পারিবারিক আয়ের দলিল
আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
আবেদনকারীর ফোন নম্বর
যোগশ্রী প্রকল্পে(Yogyashree Scheme) আবেদনের লিংক
www.anagrasarkalyan.gov.in ও www.wbbcdev.gov.in – এই দুই ওয়েবসাইটের মাধ্যমেই করা যেতে পারে যোগশ্রী প্রকল্পে আবেদন।
প্রথমে এই ওয়েবসাইটগুলির যে কোনো একটি থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে ফিলাপ করতে হবে।
তারপর সেই ভরাট করা ফর্ম নিয়ে যেতে হবে আপনার বাড়ির নিকটবর্তী সেন্টারে।
সেখানেই এই ফর্ম জমা করতে হবে। উল্লেখ্য, ওয়েবসাইটেই লেখা থাকবে নির্দিষ্ট সেন্টারের নাম।
Comments